Search
Close this search box.

রশিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন যারা…

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দুপুরে রহিমা খাতুন নামের আরেক যুবতী মারা যান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের অদূরে ব্রিজের কাছে ভয়াবহ এ দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ৮জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস.আই মো. জয়নাল।

নিহতরা হলেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসের চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের আলীউর খানের পুত্র সালমান খান (২৮), এনার হেলপার ধরখা গ্রামের মৃত মনসুর আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (৩০), বি-বাড়িয়া জেলার সরাইল থানার রাজানিয়া কান্দি পশ্চিম পাড়ার আলী হায়দারের পুত্র নুরুল আমিন (৫৫), ঢাকার ওয়ারি এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র নাদিম আহমদ সাগর (২০), সিলেট নগরের আখালিয়া নতুন বাজার এলাকা আব্দুর রশিদের পুত্র শাহ কামাল (৪৫) ও ছাতক উপজেলার বাংলাবাজার এলাকার রহিমা খাতুন (২৫)।

এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। এর মধ্যে ১৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্য কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত