বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার আলহাজ্ব লেচু স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইটের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মেরিট কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল কাজল দেব, মর্ণিং স্টার একাডেমির মো. গৌছ উদ্দিন, শাহজালাল মডার্ণ একাডেমির এইচএম আরশ আলী, নার্সিংহোম একাডেমির ডিরেক্টর শফিক আহমদ পিয়ার, লাইসিয়াম স্কুল ও কলেজের মো. আইয়ুব আলী, রাগীব রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, সানশাইন মডেল একাডেমির মোহাম্মদ জাকারিয়া, ইসহাক একাডেমির ইলিয়াস আলী, শাহজালাল একাডেমির কনক রঞ্জন নাথ, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের মো. রিয়াজ উদ্দিন, আছান উল্লাহ ইসলামী একাডেমির ইসমাইল আলী। সভায় আহবায়ক কমিটি পূণর্গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে মাওলানা হাবিবুর রহমানকে আহবায়ক ও মুহিবুর রহমান সুইটকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম আহ্বায়ক এমাদ উদ্দিন খান, আমিনুল ইসলাম, মো. আতিকুর রহমান আতিক, শফিক আহমদ পিয়ার, মোহাম্মদ জাকারিয়া। সদস্যরা হলেন মাওলানা এটিএম নুর উদ্দিন, মনোয়ার হোসেন, এইচএম আরশ আলী, মো. আইয়ুব আলী, মাওলানা ফয়জুল ইসলাম, মো. ইলিয়াস আলী, কনক রঞ্জন নাথ, সোহেল আহমদ, ইসমাইল আলী, বাবুল মিয়া, মো. গৌছ উদ্দিন, মানিক মিয়া, শাহিন আহমদ, মাওলানা আকমল হোসাইন শাকুর।
পুনর্গঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।