AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রচনা প্রতিযোগিতায় সিলেট জেলায় শ্রেষ্ঠ বিশ্বনাথের আবু সুফিয়ান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৫ - ২০২১ | ৮: ২১ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও আমাদের বিজয়” শিরোনামে লিখিত রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সিলেট জেলার মধ্যে প্রথম স্থান লাভ করেছে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আবু সুফিয়ান।

সে রচনা প্রতিযোগীতায় ‘খ’ বিভাগে অংশ গ্রহণ করে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়। আবু সুফিয়ান বিশ্বনাথ উপজেলার বড় খুরমা উত্তর গ্রামের জিলাফর আলীর পুত্র। ৪ ভাই ৩ বোনের মাধ্যে সে তৃতীয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী বলেন, আবু সুফিয়ান অত্যন্ত মেধাবী ও ভদ্র-নম্র শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত। সে এই শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বিদ্যালয়সহ পুরো বিশ্বনাথ উপজেলাকে সম্মানীত করেছে। আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

আরো সংবাদ