বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের পক্ষ হতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কলেজের হলরোমে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ, ইলিয়াছুর রহমান, দেলোয়ার হোসেন, প্রভাষক সালমা আক্তার, সুভদ্রা রাণী তালুকদার, শিক্ষার্থী ফাতেহা বেগম ও লায়েক হাসান অভি।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ কলেজের ৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।