বিশ্বনাথনিউজ২৪ :: এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে গোবিন্দ মোহন দে। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। সে ইতিপূর্বে জেএসসি ও পিইসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ সহ টেলেন্টপুল বৃত্তি অর্জন করেছিল।
গোবিন্দ মোহন দে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক গোপাল চন্দ্র দে ও লাভলী রাণী দেব দম্পতির একমাত্র সন্তান।
কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য গোবিন্দ মোহন দে তার পিতা মাতা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দে কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে চায়। এজন্য সে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।