Search
Close this search box.

মা-বাবার পাশে সমাহিত হলেন কামরান

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট নগরীর মানিকপীরের টিলায় মা-বাবার পাশে সমাহিত হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সোমবার দুপুর আড়াইটায় ২য় জানাযা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর ছাড়ারপার জামে মসজিদে বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ জুন) রাত ৩টার দিকে সিলেটেবাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন জনতার নেতা বদর উদ্দিন আহমদ কামরান।

গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হয়। ৬ জুন সকালে বমি আর জ্বর দেখা দিলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ঢাকায় তাকে প্লাজমা থেরাপি দেয়া হলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছিল। সর্বশেষ আজ সোমবার রাতে বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুবরণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত