বিশ্বনাথনিউজ২৪ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসে এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা দিচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সূধন ধর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যার বয়স ৩৫ বছর। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দিচ্ছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন, করোনাভাইরাস সংক্রমণে ঘরে থাকা লোকজনকে চিকিৎসা সেবা দিতে গিয়ে এ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আমরা সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।