AM-ACCOUNTANCY-SERVICES-BBB

পুরো সিলেট জেলা ‘লকডাউন’ ঘোষণা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১১ - ২০২০ | ৪: ৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে আজ শনিবার ( ১১ এপ্রিল) থেকে পুরো সিলেট জেলা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। মানুষকে ঘরে রাখতে এবার এ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। শনিবার সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন‌্য কোন জেলা হতে সিলেট জেলায় কেউ প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন‌্য কোন জেলায় গমণ করতে পারবেন না। জেলার অভ‌্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ‌্য, খাদ‌্যদ্রব‌্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। আজ শনিবার ( ১১ এপ্রিল) থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। যদি কেউ এই আদেশ অমান‌্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করবে প্রশাসন।

আরো সংবাদ