AM-ACCOUNTANCY-SERVICES-BBB

এবার সিলেটে করোনার হানা : আক্রান্ত চিকিৎসক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৫ - ২০২০ | ৮: ৩৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: এবার সিলেটেও হানা দিয়েছে করোনাভাইরাস। এই প্রথম সিলেটে একজনের করোনাভাইরাস সসংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি পেশায় একজন চিকিৎসক। ৫ এপ্রিল রোববার সারাদেশ যে ১৮ জন আক্রান্ত বলে জানিয়েছিল আইইসিডিয়ার সিলেটের ওই চিকিৎসক তাদের একজন।

করোনাভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী সনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। রোববার সিলেট শহরের বাসিন্দা ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস সনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।

সিলেটে এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। রবিবার প্রথম রোগী সনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ