বিশ্বনাথে ৬৮ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে : পুলিশের মাইকিং

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মো. আবুল কাশেম :: প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় ৬৮ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে সম্প্রতি যারা দেশে এসেছেন, স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নরে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ‌্যমে করোনা ভাইরাস সনাক্ত করণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী সনাক্ত হননি।

এদিকে, করোনা প্রতিরোধে জন সচেতনতার জন‌্য থানা পুলিশের উদ‌্যোগে উপজেলা জুড়ে মাইকিং শুরু করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে আমরা প্রচারণার মাধ‌্যমে নাগরিকদের সচেতন করছি। প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় অনেক প্রবাসী ইতিমধ‌্যে দেশে ফিরেছেন। এ পর্যন্ত ৬৮ জন প্রবাসীর তথ‌্য আমাদের কাছে রয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪