Search
Close this search box.

হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লার্ণিং পয়েন্টে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: এস.এস.সি ও দাখিল পরীক্ষা শেষে অবসর সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যাতে ইংরেজী ও কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারে সেই লক্ষ্যে ‘মঈন স্যারের ফ্রি সেমিনার, পথ দেখাবে ক্যারিয়ার গড়ার’ এ শ্লোগানে সিলেটের বিশ্বনাথে ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘লার্ণিং পয়েন্ট’ এর উদ্যোগে ফ্রি সেমিনার আয়োজন করা হয়। ৭ই মার্চ উপজেলা সদরস্থ আল-হেরা শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয় এই ফ্রি সেমিনার।

বিশ্বনাথের ইতিহাসে সর্ববৃহৎ এ সেমিনারে প্রায় হাজার খানেক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সেমিনারে ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের উদ্ভোদ্ধ করতে দীর্ঘ সময় প্রেরণমূলক আলোচনা রাখেন লার্ণিং পয়েন্ট এর প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মো. মঈন উদ্দিন।

সেমিনারে অংশগ্রহনকারীদের মধ্যে লটারীর মাধ্যমে একটি নতুন কম্পিউটার জিতে নেন হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ছয়ফুল। সেমিনারে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর