Search
Close this search box.

প্রবাসীদের অর্থায়নে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান

বিশ্বনাথনিউজ২৪ :: প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদ আলী চন্দন’র পরিবারের পক্ষ থেকে রোববার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মহিউদ্দিন আহমদ।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা রোশনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) সোহেল রানা ও জামসেদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম মজুমদার, মান্দারুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক নোমান উদ্দিন, হযরত শাহ জালাল(রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক জামাল উদ্দিন তালুকদার, শাহজালাল পূর্ব সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক বরুন দাস রায়, বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন আহমদ, স্থানীয় ইউপি সদস্য মোঃ চুনু মিয়া সাহেব, স্কুল পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ছাইলাছ মিয়া, অভিবাবকদের পক্ষে ফরিদা বেগম, সেলিনা বেগম। পরে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থী আবিদ তালুকদার স্মরণ ও জুলকার নাইন, রাহাত ও শাফিকে ক্রেস্ট প্রদান করা হয়।।

এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা শাহ সাইফুল আলম, শওকত আলী, যুক্তরাজ্য প্রবাসী রাকিব আলী, ফরিদ আলী, কদ্দুস আলী, হোসনেয়ারা বেগম শিবলী, রুহিনা খান, রায়কেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদ, বল্বভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সল্টু কান্তি দে, বিশিষ্ট মুরব্বি গয়াছ মিয়া, জিলু মিয়া, আবদুল করিম, মজম্মিল আলী, বাবুল মিয়া, সাবলু, ইউসুফ আহমদ, ফুজেল, তাহের, রাজন, পাবেল, সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী (স্কুল ড্রেস, ব্যাগ, ছাতা) তুলে দেন অতিথিরা।

এছাড়াও স্কুলে শহীদ মিনার, স্লিপার, ঢেকিঁ ও জগিং রিং স্থাপনের আস্বাস দেন প্রবাসীরা।

আরও খবর