Search
Close this search box.

আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রী লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আগামী দিনের সু-নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে জাতিকে নেতৃত্ব দিতে হবে। যে জাতি তথ্য প্রযুক্তিতে উন্নত, তারাই আজকে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তছির আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজম আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আকলিছ আলী, হাজী হিরা মিয়া, বেলাল মিয়া, ছিদ্দেক আলী, চমক আলী, শিউলি বেগম, সাবেক সভাপতি আশরাফ আলী আরশ, শিক্ষানুরাগী সিতার মিয়া, তফজ্জুল আলী, আনোয়ার আলী, আব্দুল নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর