বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুরস্থ ইসহাক একাডেমির ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমির হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী দুলু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৌদি আরব প্রবাসী আরশ আলী গণি, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী দুলু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা।
স্বাগত বক্তব্য রাখেন এডাডেমির প্রিন্সিপাল ইলিয়াছ আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক দিলওয়ার হোসেন ।
ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, সংগঠক সমছুল ইসলাম, অভিভাবক আব্দুল মালিক, একরাম হোসেন, শিক্ষক ডালিম কুমার দাস, রওশন চৌধুরী, আনোয়ারুল হক, ফারহানা বেগম, তারিন বেগম, মাছুমা বেগম প্রমুখ।