বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর ২৫ লাখ টাকা অনুদানে নির্মিত হয়েছে দৌলতপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এই একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে এবং শিক্ষক ইমাদ উদ্দিন ও হাফিজ মাওলানা জাহেদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন একাডেমিক ভবন দাতা যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নূর ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট সিতাব আলী, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, সাবেক মেম্বার আজম আলী, ব্যবসায়ী মহি উদ্দিন মাসুদ, দৌলতপুর জামে মসজিদের ইমাম আব্দুল হেকিম নূরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা সাহাব উদ্দিন। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শারমিন আক্তার, হোসাইন আহমদ, সাদিয়া আক্তার। মিলাদ পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী জাফরুল ইসলাম ও ইসলামী সংগীত পরিবেশন করেন তাওফিকুর ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি কুটি মিয়া, সদস্য সচিব আবুল ফাত্তার চৌধুরী, সদস্য মানিক মিয়া, মখলিছুর রহমান, আলহাজ্ব জিল্লুল হক সারং, যুক্তরাজ্য প্রবাসী চমক আলী, আলা মিয়া, আফজল হোসেন, আবদুস সালাম সুহেল, হাজী রফিক মিয়া, সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, মাওলানা রেজুয়ান আহমদ চৌধুরী, হারুন আহমদ, মুরাদ আহমদ, সফি আহমদ, মুহিত চৌধুরী সাজু, সৈয়দ আবু সালেহ, সাহেদ আহমদ, জহির উদ্দিন, তাজুল ইসলাম, শুকুর আলী, মসাঈদ আলী, সবুর আলী, আব্দুল মনাফ, মতছির আলী, কালা মিয়া, মর্তুজ আলী প্রমুখ।