বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতারের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার রামপাশা রোডস্থ মসজিদে নূরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফিজ আবদুল্লাহ-আল জামিল।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সহ সভাপতি সাহাব উদ্দিন, আকবর আলী, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ, শামীম আহমদ, জাকির আহমদ মামুন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।