Search
Close this search box.

বিশ্বনাথে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সভা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মিরেরচর গ্রামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মিরেরচর গ্রামের প্রবাসী রফিক মিয়ার বাড়ীতে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও সালীশ ব্যক্তিত্ব প্রবাসী আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক। বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ.) একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব মির্জা রুস্তুম বেগ, সাবেক মেম্বার ইসমাঈল আলী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আরশ আলী রেজা, আব্দুল মতিন, সাহাব উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, মাস্টার সিরাজুল ইসলাম, হাজী তফজ্জুল আলী।

সভায় সাবেক মেম্বার মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মুতলিব, সাবেক মেম্বার আয়না মিয়া, মুরব্বী আব্দুল কাদির, সমাজকর্মী তজম্মুল আলী, ভূমিদাতা প্রস্তাবকারী হাজী মো. রফিক মিয়া, সমাজকর্মী মছলম আলী, তবরিছ আলী, আজিজ মিয়া, জাহাঙ্গীর আলী, মোজাহিদ আলী, আব্দুল ওয়াহিদ, আরজু মিয়া, মাসুক মিয়া, মানিক মিয়া, মনির আলী’সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সময়ের প্রয়োজনে এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরী বলে সভায় অভিমত প্রকাশ করেছেন। ব্যাপক আলাপ-আলোচনা শেষে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুনরায় সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তী সভা আগামী ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত