বিশ্বনাথে ইসমাঈল আলী এন্ড আত্তর আলী ফ্যামেলী ট্রাস্ট’র শীতবস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইসমাঈল আলী (ঠাকুর মিয়া) এন্ড আত্তর আলী ফ্যামেলী ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সেনারগাঁও গ্রামস্থ আনিকা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।

ট্রাস্টের সদস্য মনির মিয়া ময়নুলের সভাপতিত্বে ও সংগঠক আব্দুল মজিদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের সদস্য রুহেল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আশিক আলী, সংগঠক তাজ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য সমছু মিয়া, নাজিম মিয়া, জগলু মিয়া, রিমন মিয়া, দিপু মিয়া, লায়েক মিয়া, সায়েক মিয়া, মোমিন মিয়া, মুহিবুর রহমান, তোফায়েল মিয়া, জাবির মিয়া, রুবায়েল মিয়া, জামিল মিয়া, সাহিদ মিয়া, জিসান মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন তানভীর মিয়া। অনুষ্ঠানে এলাকার ১৪০টি পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪