Search
Close this search box.

বিশ্বনাথের চান্দভরাং ও আবদুল মতলিব স্কুলের বই উৎসব

বিশ্বনাথনিউজ২৪ :: নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মুজি বর্ষের যাত্রা শুরু করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও বাইশঘর আলহাজ্ব আবদুল মতলিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেন দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা এসেছে। সফলতার ছোঁয়া এসে কৃষি, চিকিৎসা, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগসহ দেশের সকল ক্ষেত্রে। দেশবাসী নিজের প্রাপ্য অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারছেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি-মাদক-সন্ত্রাস-দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মান সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের ফলে।

চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এটিএম শোয়েবের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল মুমিন মামুনের পরিচালনায় বই উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, সামছুল ইসলাম সমুজ, লাল মিয়া, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, সংগঠক আতাউর রহমান, আনোয়ার মিয়া, সুলেমান মিয়া প্রমুখসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর