Search
Close this search box.

বালাগঞ্জে জেএসসিতে পাসের হার ৯৪.৫৩, জেডিসিতে ৮৮.৪৪

Facebook
Twitter
WhatsApp

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: সিলেটের বালাগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৫৩। এছাড়া জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার শতকরা ৮৮ দশমিক ৪৪। অবশ্য জেডিসিতে কেউ জিপিএ-৫ পায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর বালাগঞ্জের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১শ ৮শ ৮৫জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ১হাজার ৭শ ৮২জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৫৩। জিপিএ-৫ পেয়েছে ১১জন।

উপজেলার ৬টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শ ৭২জন পরীক্ষার্থী চলতি বছর জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ৩শ ২৯জন। পাসের হার শতকরা ৮৮ দশমিক ৪৪। তবে জেডিসি পরীক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গতকাল মঙ্গলবার ঘোষিত ফলাফল নিয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ফলাফল গতবারের চেয়ে এবার ভাল হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ আশাবাদ প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের ভাল পড়ালেখার মাধ্যমে এ অর্জন ঠিকে থাকবে এবং ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত