বিশ্বনাথনিউজ২৪ :: জেএসসি ও পিইসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়। প্রতিবারের ন্যায় এবারও জেএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার জিএসসিতেত্ বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ১৮ জন, এ মাইনাস গ্রেড পেয়েছে ২৪ জন, বি গ্রেড পেয়েছে ১৩ জন ও সি গ্রেড পেয়েছে ৫জন শিক্ষার্থী। পিইসি পরীক্ষায় এবার বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ২ জন, এ মাইনাস গ্রেড পেয়েছে ৬ জন, বি গ্রেড পেয়েছে ২ জন এবং সি গ্রেড পেয়েছে ১৪ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহিদ। পাশাপাশি প্রতিষ্ঠানটির এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।