AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্যতিক্রমী প্রতিযোগিতা : জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলেন কিশোর

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৩১ - ২০১৯ | ১২: ০৮ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব কাইয়াখাইড় গ্রামের জামে মসজিদের গিয়ে জামাতের সাথে একাধারে ৪০দিন নামাজ পড়ার প্রতিযোগিতা প্রথম পুরস্কার পেয়েছেন কিশোর জাহিদ হাসান (১৩)। ফ্রান্স প্রবাসী ফরহাদ তালুকদার’র উদ‌্যোগে গ্রামের শিশু কিশোরদের জামাতের সাথে নামায পড়তে উৎসাহীত করার লক্ষ্যে নামাজ পড়ার ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২য় পুরুষ্কার হিসেবে একটি বইসেল্ফ পেয়েছেন আব্দুল মাজিদ এবং ৩য় পুরুষ্কার হিসেবে পবিত্র আল-কুরআন পেয়েছেন বাবলু তালুকদার।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ করা হয়। পূর্ব কাইয়াখাইড় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী ফিরোজ মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর সিনিয়র ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু মিয়া, এলাকার মুরব্বি হাজী আব্দুল মছব্বির, হাফিজ ফরিদ উদ্দিন, কাইয়াখাইড় ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মুজতাবা আহমেদ মিছলু, পূর্ব কাইয়া খাইড় জামে মসজিদের সাবেক ইমাম হাফিজ আসিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বাবলু মিয়া, শাহিন মিয়া, লুকমান তালুকদার, খছরুল ইসলাম, আলি আকবর, ফয়ছল ইসলাম, রুজেল তালুকদার, সাদ্দাম তালুকদার, আবু বক্কর তালুকদার, ঝাহেদ তালুকদার প্রমুখ।

আরো সংবাদ