AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ প্রেস ক্লাবে ‘মুক্ত দিবস’ পালন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০১৯ | ১০: ৪৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ১০ ডিসেম্বর বিশ্বনাথ মুক্ত দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ মুক্ত দিবস উপজেলাবাসীর জন্যে এক গৌরবোজ্জ্বল দিন। কিন্ত স্বাধীনতার এতো বছর পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়নি এই দিবসটি। উপজেলার তরুণ প্রজন্মের অনেকই জানেন না বিশ্বনাথ মুক্ত দিবসের ইতিহাস। তাই আগামীতে এই দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করার দাবি জানান বক্তারা।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, বিশ্বনাথ মুক্ত দিবসের ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা প্রয়োজন। মুক্ত দিবস ধারাবাহিকভাবে পালন করে আসায় বিশ্বনাথ প্রেস ক্লাব প্রশংসার দাবি রাখে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম শাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সংগঠক তাজুল ইসলাম, ব্যবসায়ী শামীম আহমদ, জুয়েল আহমদ, ছাত্রনেতা দিলোয়ার হোসেন, অলংকারী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি একেএম তুহেম, ক্রিড়া সংগঠক অপু হোসেন, রুবেল আহমদ, সালাউদ্দিন জনি, মাহবুব আহমদ, মাজিদ আহমদ আহমদ, আজাদ আলী প্রমুখ।

আরো সংবাদ