AM-ACCOUNTANCY-SERVICES-BBB

চুরি-ডাকাতি প্রতিরোধে বিশ্বনাথের মুফতির বাজারে পুলিশের সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৬ - ২০১৯ | ১২: ২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: চুরি-ডাকাতি প্রতিরোধের লক্ষ্যে বিশ্বনাথে বিট পুলিশিং কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী। বক্তব্যে তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।

বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ থানার এসআই নুর হোসেন, স্থানীয় ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, আব্দুল মতিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, এলাকার মুরব্বি ফুল মিয়া ও প্রবাসী আব্দুন নুর।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনছার আলী ও স্বাগত বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরিব্ব সফিক মিয়া, মনির মিয়া, জবেদ আলী, শুয়াইব আলী, আব্দুল মন্নান, শাহাদাত আলী, ডা. আতাউর রহমান, সংগঠক কয়েছ মিয়া, ফয়ছল মিয়া, বাবুল আহমদ, আফতাব আহমদ, মাশুক মিয়া, আব্দুল মালিক, আব্দুল মতিন (মাতিন), আমির আলী প্রমুখ।

আরো সংবাদ