AM-ACCOUNTANCY-SERVICES-BBB

স্বর্ণ পদক পাচ্ছেন গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান কামাল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩০ - ২০১৯ | ১০: ১৮ অপরাহ্ণ

গোলাপগঞ্জ সংবাদদাতা :: সিলেট জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেল গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়ন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক ঘোষিত এক পত্রে বুধবারী বাজার ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়নের মর্যাদা পেয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে পদক পাচ্ছেন বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মস্তাব উদ্দিন কামাল। প্রবাসী অধ্যুষিত জনপদ বুধবারী বাজার ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় এ ইউনিয়নের দেশী-বিদেশীরা অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যানসহ পুরো পরিষদকে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম প্রতি বছর কর্মদক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য জেলার বিভিন্ন ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি দিয়ে থাকে। সরকারি ভাবে স্বীকৃত এ প্রতিষ্ঠানটি ২০১৮-২০১৯ অর্থ বছরে দক্ষতা ও কর্ম তৎপরতার ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে যেসব ইউনিয়ন পরিষদ ও পরিষদের চেয়ারম্যানকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়ন স্থান লাভ করেছে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের স্মারক নং- বিইউপিএফ/প্রশাসন/৪০০৬/২০১৯ এর আলোকে ২০/১০/২০১৯ইং তারিখে ইস্যুকৃত ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় সর্বক্ষেত্রে সফলতা অর্জন করায় ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছেন বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল। এ উপলক্ষে নভেম্বর মাসের ৩য় সপ্তাহে ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ধারিত তারিখ ও সময়ে বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালসহ দেশের বিভিন্ন জেলার শেষ্ঠ চেয়ারম্যানদের ‘‘ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক’’ প্রদান করা হবে। এদিকে উপজেলার লন্ডন প্রবাসী অধ্যুষিত জনপদ বুধবারী বাজার ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পদক লাভ করায় দেশী-বিদেশী অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ