AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দৈনিক আজকালের খবর’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৯ - ২০১৯ | ১০: ১৫ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: দৈনিক আজকালের খবর এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর মিরাবাজারস্থ একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকতার মাধ্যমে জাতির উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত হয়। এর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠে। সকল প্রকার অন্যায় ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সাংবাদিকদের ক্ষুরধার লেখনি জাতির পথনির্দেশক হিসেবে কাজ করে। এ জন্য সাংবাদিকদের সকল প্রকার লোভ-লালসা পরিত্যাগ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগী হতে হবে।

দৈনিক আজকালের খবর এর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে ও সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক হুমায়ুন আহমদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার ঐতিহ্য ধরে রাখতে সৎ ও নিষ্ঠাবান সাংবদিকতার বিকল্প নেই। তিনি সিলেটের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সাংবাদিকদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে এ সম্মেলন সত্যিই আনন্দের বিষয়। এদিনকে স্মরণে রেখে আজকালের খবর এদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। এ জন্য বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযাত্রী হিসেবে কাজ করতে হবে।

দৈনিক আজকালের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক ড. সাজ্জাদ হোসেন চিশতী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সাংবাদিক ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ৪১ এর সহযাত্রী সাংবাদিকদের সকল প্রকার উন্নয়ন অন্যায় অত্যাচারের প্রতিবাদী হয়ে উন্নয়ন সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।

বক্তব্য রাখেন এক্সেলসিওর সিলেট হোটেল এন্ড রিসোট এর জিএম হুমায়ুন কবির চৌধুরী। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তরজমা সহ তেলাওয়াত করেন বিশিষ্ট ইসলামীচিন্তা মাওলানা ওসমান গণি। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুকান্ত গোপ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি ফয়েজ আহমদ, দৈনিক আজকাল খবর এর সিনিয়র এক্সিকিউটিভ রিকভারী মোকারম হোসেন শুভ।

সম্মেলনের শুরুতে প্রধান অতিথি, সভাপতি ও বিশিষ্ট অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভাপতির বক্তব্যে দৈনিক আজকালের খবর এর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার বলেন, আজকালের খবর দেশের পক্ষে, মানুষের পক্ষে কাজ করে। এ ধারা অব্যাহত রাখতে সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সুন্দর ও সুশৃংখল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন স্মরণ করে সকল বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেট্স ি

ম্মেলনে হবিগঞ্জ জেলা প্রতিনিধি দিদার এলাহী সাজু, কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি জাকিরুল ইসলাম, ছাতক প্রতিনিধি সদরুল আমিন, মৌলভীবাজার সদর প্রতিনিধি জিয়াউল হক জিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া, বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, ওসমানীনগর প্রতিনিধি সিতু সূত্রধর, ছাতক প্রতিনিধি রেজাউল করিম রেজা, জগন্নাথপুর প্রতিনিধি ইয়াকুব মিয়া, সিলেট সদর প্রতিনিধি আনিসুর রহমান, এম.সি কলেজ প্রতিনিধি জাবেদ আহমদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ প্রতিনিধি জাকারিয়া হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আফজাল হোসাইন, জকিগঞ্জ প্রতিনিধি মেহেদী হেলাল, গোলাপগঞ্জ প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল, বালাগঞ্জ প্রতিনিধি মুমিন মিয়া, বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, স্টাফ ফটোগ্রাফার সারওয়ার হোসেন সৌরভ, শিক্ষক শামীম আহমদ, কলামিস্ট জহির উদ্দিন জালাল, সাংবাদিক আব্দুল্লাহ, তাতীলীগ নেতা মির্জা দুলাল আহমদ, কামরুল ইসলাম শিপু, আফছর আহমদ আরিফ প্রমুখ।

আরো সংবাদ