AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বুরাইয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষের ভ্রাতৃবিয়োগ : দাফন সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৭ - ২০১৯ | ১১: ৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, মরহুম মুফতি আবদুল খালিক রহ. এর ছোটভাই বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের মুরব্বী হাজী মো. সিহাব উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বৃহষ্পতিবার ভোরে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ নানা রোগজটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, বৃহষ্পতিবার দুপুর ২টায় উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহর পূর্বের মাঠে মরহুম হাজী মো. সিহাব উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার ভাতিজা ও সিঙ্গেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সিঙ্গেরকাছ আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ক.ম আবদুন নুর, তেলিকোনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, আলহাজ্ব লজ্জতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর ফারুক, তেলিকোনার গ্রামের মুরব্বী শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী প্রমুখ। জানাজা নামাজ শেষে মরহুম হাজী মো. সিহাব উদ্দিনকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ