AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ইউরোপ যাবার স্বপ্ন পুরণ হলো না বালাগঞ্জের যুবক মামুনের

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৮ - ২০১৯ | ৭: ৫৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নুরপুর হাজিবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ও সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন (২২)। তিনি ইউরোপের দেশ স্পেনে যাওয়ার পথে আলজেরিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আব্দুল্লাহ আল মামুনের বড়ভাই এ এস এম জাকারিয়া জয় বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে, দালালকে চুক্তিকৃত সাড়ে ৫ লাখ টাকা প্রদানের মাধ্যমে স্বপ্নের দেশ স্পেনের উদ্দেশ্যে গত ২২ ফেব্রæয়ারি পাড়ি জমান আব্দুল্লাহ আল মামুন। তাকে বিমানের ফ্লাইটে ইন্ডিয়া থেকে সরাসরি স্পেন পৌছানোর কথা থাকলেও মামুনের সাথে প্রতারণা করে দালাল। ইন্ডিয়া থেকে সরাসরি স্পেন না পাঠিয়ে সড়ক পথে মামুন সহ তার সহযাত্রীদেরকে দালালরা নিয়ে যায় মরিতানিয়া। কয়েক দিন পর তাদেরকে মরিতানিয়া থেকে মালিতে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ৪মাস অবস্থান করেন মামুন। একপর্যায়ে মামুনকে বিমানের মালি থেকে স্পেন পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে আরো দেড় লাখ টাকা হাতিয়ে নেয় দালাল। কিন্ত তার পরও মামুনকে স্পেন না পাঠানোয় অন্য এক দালালের মাধ্যমে গত আলজেরিয়া হলে স্পেন যাওয়ার জন্য মরোক্কর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন মামুন। তিনি গত ৩১ জুলাই আলজেরিয়া পৌছার পরই হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ৪দিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ আগস্ট ইন্তেকাল করেন। আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবারে চলছে আহাজারী। মামুনের লাশ দেশে নিয়ে আসতে প্রচেষ্ঠা করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জাান গেছে।

আরো সংবাদ