AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে গাঁজা’সহ সত্তরোর্ধ্ব বৃদ্ধ মাদক ব্যবসায়ী আটক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৭ - ২০১৯ | ১০: ৪৯ অপরাহ্ণ

60081453 2266401336933079 8240707141850103808 n

60081453 2266401336933079 8240707141850103808 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ৭শত গ্রাম গাজা সহ বশির উদ্দিন নামের সত্তরোর্ধ্ব বৃদ্ধ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত একরাম আলীর ছেলে। মঙ্গলবার (০৭ মে) রাত ৯টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।
বশির উদ্দিনকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই পরিমল চন্দ্র শীল ও দিপক সূত্র ধর’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বশির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত বশির উদ্দিন একজন মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

Aminul Haque scaled