AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুর থানার মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ৭ম বারের মতো জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২১ - ২০১৯ | ১২: ৫২ পূর্বাহ্ণ

মো. আব্দুল হাই : জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে নেপুন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ম বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ও সনদ পত্র গ্রহন করেছেন । বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান জেলার ৭ম বারের শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মিজানুর রহমান পিপিএম সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৮সালে পুলিশ সপ্তাহ উপলক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী সর্বোচ্চ আইজপি ব্যাজ ও গত বছরের ২৩ অক্টোবর আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদ পেয়েছেন । এদিকে ১টি পৌরসভা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থেকে চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনসহ সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশিত হয়েছেন । ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার হিসেবে সুনাম অর্জন কারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং জনসাধারনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন । ৭ম বারের মত জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কৃত হওয়ায় জেলার পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ ও জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন ।

আরো সংবাদ