Search
Close this search box.

বালাগঞ্জে ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দ্বি-তল ভবনের উদ্বোধন

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: বালাগঞ্জ উপজেলার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত দ্বি-তল ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের একক প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সাজ্জাদ আলী। প্রায় ৪০লাখ টাকা ব্যয় এ দ্বি-তল ভবন নির্মাণ করা হয়েছে।
এদিকে দ্বি-তল ভবন উদ্বোধন শেষে ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ সফিক উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাজ্জাদ আলী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদ, ফয়েজ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী এমএ মালেক, মাওলানা আজমান আলী, আনোয়ার হোসেন, তজমুল আলী, সাবেক সদস্য আসলম খান, হাজী মো. আলী গুলশের, শিক্ষানুরাগী এডভোকেট মঈনুল ইসলাম, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল আহমদ, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান পংকি, আব্দুল কুদ্দুছ, সুমন চন্দ্র সরকার, মাহমুদুন নেছা, শুভ লস্কর, সালেহ আহমদ, ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাঈম বেগম, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমদ, হামদা হক প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি আলহাজ্ব সাজ্জাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ : যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব সাজ্জাদ আলী ২০০৬ সালে একক উদ্যোগে ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন।

আরও খবর