AM-ACCOUNTANCY-SERVICES-BBB

অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২ - ২০১৯ | ১: ১৫ অপরাহ্ণ

20190402 131016

20190402 131016বিশ্বনাথনিউজ২৪ :: একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। অবশেষে মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ কার্যালয়ে তিনি শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে গত ৭ মার্চ শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অর্থাৎ ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান গণফোরামের এই সদস্য। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে ওই দিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন তার সহকর্মী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান।

আরো সংবাদ