Search
Close this search box.

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি

cleg

নিজস্ব প্রতিবেদক, সিলেট: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে সংগঠনটির বিবদমান দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। দুটি গ্রুপই সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে শোভাযাত্রা করার ঘোষণা দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত ৫ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ার পর একটি পক্ষ কমিটি প্রত্যাখ্যান করে। এরপর কমিটি পক্ষ এবং কমিটির বিপক্ষ গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সোমবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উত্তেজনা নতুন রূপ পেয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পক্ষ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা বের করার ঘোষণা দেয়। এরপর একইস্থানে একইসময়ে শোভাযাত্রা কর্মসূচী ঘোষণা করে কমিটির বিপক্ষ গ্রুপ। এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রোববার রাত ১১টা পর্যন্ত মিছিল, সমাবেশ কিংবা শোভাযাত্রা করার বিষয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, ‘অনুমতি ছাড়া কেউ মিছিল, সমাবেশ বা শোভাযাত্রা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও খবর