AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র অফিস সহকারী ও ইন-চার্জের দূর্নীত,অতিষ্ঠ লোকজন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৩ - ২০১৬ | ৭: ৪০ অপরাহ্ণ

images

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র’র অফিস সহকারী মো. আব্দুল জলিল ও ওয়ার্ড ইন-চার্জ সেলিনা বেগমের এর দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। দুই অফিস সহকারীর দুর্নীতি চরম আকার ধারন করায় গোটা হাসপাতাল আজ ধংসের পথে যাচ্ছে। দুই সহকারীর দুর্নীতির অভিযোগ এনে সিলেটের সিভিল সার্জন বরাবরে অভিযোগ করেছেন সর্বস্থরের লোকজন। এতে সাক্ষর করেছেন ৭জন।
অভিযোগে প্রকাশ : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে গরীব-অসহায় মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্য্রে’র অফিস সহকারী আব্দুল জলিল ও অফিস ইন-চার্জ সেলিনা বেগমের দূর্নীতির কারণে স্বাস্থ্য সেবা নিতে আসা লোকজন প্রাইভেট ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি বিশ্বনাথের সর্বস্থরের জনসাধারনের মুখে মুখে আব্দুল জলিল ও সেলিনা বেগমের দূর্নীতির কথা। নিয়মানুযায়ী টেন্ডারের মাধ্যমে হাসপাতালে রোগীদের প্রতিদিন খাবার বিতরণ করা হয়। কিন্তু অফিস সহকারী আব্দুল জলিল ও ওয়ার্ড ইন-চার্জ সেলিনা বেগম টেন্ডার দাতা গংদের যোগসাজসে হাসপাতালে প্রতিদিন নি¤œমানের খাবার পরিবেশন করা হয়। অনেক সময় টিকমত খাবার পরিবেশ হয়না। এছাড়া হাসপাতালে ৫জন রোগী হলে ১০/১৫ জন রোগীর বিল তৈরী করা হয় অফিস সহকারী আব্দুল জলিলের মাধ্যমে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিভিল সার্জনে প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।

আরো সংবাদ