AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মিরেরচর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২ - ২০১৬ | ১: ৫২ অপরাহ্ণ

12464028 1653409714907346 1501010733 n

12464028_1653409714907346_1501010733_nনিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মিরেরচর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে নতুন বই বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমুদ রঞ্জন, ম্যানেজিং কমিটির সদস্য রফিক আহমদ, সদস্য ইসহাক আলী, অভিভাবক কুদ্দুছ আলী, শিক্ষক হাসান আহমদ, রনবীর প্রমুখ। বিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থীদের মধ্যে সরকারি বই বিতরণ করা হয়।

আরো সংবাদ