জগন্নাথপুরে পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারনা শুরু
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৪ - ২০১৫ | ১১: ৪০ অপরাহ্ণ
মোঃ আব্দুল হাই :: উপজেলার পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সাথে সাথেই প্রার্থীরা প্রচার প্রচারনায় ঝাপিয়ে পড়েছেন। মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ নৌকা প্রতীক পেয়ে প্রথম নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। সোমবার পৌর পয়েন্টে আওয়ামীলীগের বিশাল নির্বাচনী প্রচার অভিযান উদ্ভোধন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মনাফ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান চৌধুরী ছুফি, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, মিন্টু রঞ্জন ধর, সালা উদ্দিন, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র প্রমুখ। পরে জগন্নাথপুর বাজারে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারপত্র ভোটারদের হাতে তুলে দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। এসময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের প্রথম নির্বাচনী প্রচার অভিযানের পথ সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।