AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে ৯ম দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১২ - ২০১৫ | ৩: ২১ অপরাহ্ণ

Jagannathpur Pic 11-12- 2015

মো: আব্দুল হাই :: জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার সুনু মিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ৯ম দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ১০ থেকে ১২ পর্যন্ত জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্টিত হয়। উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ৫৬জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষার সমন্বয়কারী ছড়াকার শেখর আচার্য্য জানান, বৃত্তি পরীক্ষার ফলাফল ৩১ডিসেম্বর ঘোষনা করা হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: জয়নাল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুল কাহার, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, শিক্ষক মো: এমরান আহমদ, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেদ্র কুমার তালুকদার, সমাজকর্মী মুছাদ্দেক আহমদ প্রমূখ। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা বায়েজিদ আহমদ, হল সুপারের দায়িত্ব পালন করেন সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক ও ছিরামিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালিক। কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের উদ্দেশ্য উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন শিক্ষা এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও মান উন্নয়নে বৃত্তি পরীক্ষার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করে সুনু মিয়া স্মৃতি পাঠাগার শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে ভুমিকা পালন করছে। তিনি পাঠাগারের সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, সুনু মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্টাতা সাবেক সভাপতি শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আবু আহমদ সিদ্দিকীর সহধর্মিনী সিরাজুন নাহার দিবার অকাল প্রয়ানে তার স্মৃতিকে ধরে রাখার জন্য দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়। সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক ও ছিরামিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালিক জানান, শুরু থেকে বৃত্তি পরীক্ষাটি এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চালু করা হয়। এই প্রথম বারের মতো পুরো উপজেলার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহনের সুবিধার্থে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ম বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।Jagannathpur Pic 11-12- 2015---

আরো সংবাদ