AM-ACCOUNTANCY-SERVICES-BBB

শাবির অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু শনিবার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১১ - ২০১৫ | ৮: ০৯ অপরাহ্ণ

1449842359
ডেস্ক রিপোর্ট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শনিবার থেকে। কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
ভর্তি কমিটি জানায়,  শনিবার ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১ থেকে ৬০০, রবিবার ৬০১ থেকে ৮৬২, গ্রুপ ২ এর ১ থেকে ১৫০ এবং গ্রুপ ৩ এর ১ থেকে ৩০ পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিন ‘বি’ ইউনিটের অধীনে বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও ভর্তি করানো হবে। কোটায় বি ইউনিটের গ্রুপৃ ১ এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ১৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ১৩, প্রতিবন্ধী কোটায় ১ থেকে ৬, পোষ্য কোটায় ১ থেকে ৬ শিক্ষার্থী ভর্তি করানো হবে। গ্রুপ-২ এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ৩, প্রতিবন্ধী কোটায় ১ থেকে ২ ও পোষ্য কোটায় ১ থেকে ২ পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। গ্রুপ ৩ এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১, প্রতিবন্ধী কোটায় ১, পোষ্য কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
অপরদিকে, আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার ‘এ’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ থেকে ২২০, মানবিক বিভাগে ১ থেকে ৩১২ ও ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাণিজ্য বিভাগে ১- থেকে ৮৪ পর্যন্ত শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিন এ ইউনিটের অধীনে কোটায় শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিজ্ঞানে মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ৩, প্রতিবন্ধী কোটায় ১ থেকে ২ ও পোষ্য কোটায় ১ থেকে ৪ পর্যন্ত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
মানবিক বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৪, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ৪, প্রতিবন্ধী কোটায় ১ থেকে ২, পোষ্য কোটায় ১ থেকে ২ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে। বাণিজ্য বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ২, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ২, প্রতিবন্ধী কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট (যা ভর্তির সময় জমা রাখা হবে), প্রশংসাপত্র এবং ভর্তির জন্য প্রদেয় ৬৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশিটের দুটি ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে তিনি জানান। এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের www.sust.edu/admission সাইটে পাওয়া যাবে। তাছাড়া ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।

আরো সংবাদ