AM-ACCOUNTANCY-SERVICES-BBB

প্রতারনা ও টাকা আত্মসাতের মামলায় জগন্নাথপুরের প্রবাসী দেবর-ভাবীর কারাদন্ড

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০১৫ | ৯: ৪৮ অপরাহ্ণ

Jagannathpur Pic

জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর উপজেলার পৌর শহরের কেশবপুর পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত আনিছ উল্ল্যার পুত্র লন্ডন প্রবাসী আফতার আলী (৫৫) ও তার ভাবী মৃত আজিম উল্ল্যার স্ত্রী সাফিয়া বেগম(৪৫) এর বিরুদ্ধে প্রতরনার মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় ৪বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গত ৭ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত সুনামগঞ্জের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শহিদুল আমীন জনাকীর্ন আদালতে এ রায় ঘোষনা করেন। রায়ে বলা হয় অভিযুক্ত আফতর আলী ও সাফিয়া বেগমকে দ: বি: ৪০৬ধারায় এক বছর করে সশ্রম কারাদন্ড ও দ: বি: ৪২০ধারায় ৩বছর করে সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে সাফিয়া বেগম আদালতে উপস্থিত ছিলেন। অপর দন্ডপ্রাপ্ত আসামী লন্ডন প্রবাসী আফতর আলী পলাতক রয়েছেন। রায় ঘোষনার পর পরেই দন্ডপ্রাপ্ত আসামী সাফিয়া বেগমকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা আরব আলী বাদী হয়ে বিগত ২০০৮সালের ১৪ জুলাই বিজ্ঞ আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জের আদালতে দ: বি: ৪০৬ ও ৪২০ ধারায় লন্ডন প্রবাসী আফতর আলী ও তার ভাবী সাফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বিগত ২০০৮সালের ৬আগষ্ট জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। মামলার এজাহারে বাদী আরব আলী উল্লেখ করেন বিগত ২০০৬সালের ২০জুন এবং ২০০৮সালের ৭জুন আসামী লন্ডন প্রবাসী আফতর আলী মামলার বাদী আরব আলীর পুত্র উসমান আলীকে লন্ডনে নেয়ার কথা বলে ৭লাখ টাকা চুক্তি করে। আরব আলী ঐ সময়ে নগদ ১লাখ টাকা আসামী সাফিয়া বেগমের কাছে এবং ১লাখ টাকা লন্ডন প্রবাসী আফতর আলীর কাছে জমা দেন। পরবর্তীতে ভিসা হাতে পেয়ে বাকি ৫লাখ টাকা দেয়ার চুক্তি হয়। লন্ডন প্রবাসী আফতর আলী নগদ ২লাখ টাকা নেয়ার পর থেকে লন্ডনে পালিয়ে যায়। এদিকে প্রতারক লন্ডন প্রবাসী আফতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লন্ডনে এবং বাংলাদেশে অসংখ্য ব্যক্তির সাথে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এদের মধ্যে উপজেলার পাটলী গ্রামের লন্ডন প্রবাসী জমির উদ্দিনের ২হাজার ২শ ফাউন্ড, ছাতক উপজেলার কামারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আঙ্গুর মিয়ার ২হাজার ফাউন্ড, জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী আনা এম মিয়ার ৪শ ফাউন্ড, কেশবপুর গ্রামের লন্ডন প্রবাসী তাজ উল্ল্যার ২হাজার ফাউন্ড, একই গ্রামের তারিক উল্ল্যার ৯০হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসায়ী আবাব মিয়া ৭হাজার টাকা, ইদ্রিছ আলীর ১৪হাজার টাকা, ছফি উল্ল্যার ২হাজার ৭শ টাকা, জিএম টেইলার্স এর ৩হাজার টাকা, জগন্নাথপুরের আব্দুর রহিমের ১লাখ টাকা, বাচ্চু মিয়া ১০হাজার টাকা, হরমুজ আলীর ১৩হাজার ৫শ টাকা, ইমজাদ মিয়ার ১৪হাজার ৫শ টাকা, বাউল শিল্পী ছুরত মিয়ার ১০হাজার টাকাসহ অসংখ্য ব্যক্তির কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাত করেছে বলে জানাগেছে। এছাড়াও লন্ডনে পাঠানোর কথা বলে অনেক গরীব লোকজনদের সর্বশান্ত করেছে। প্রতারনার মামলায় লন্ডন প্রবাসী আফতর আলী ও তার ভাবী সাফিয়া বেগমকে ৪বছরের সশ্রম কারাদন্ডের খবর কেশবপুর গ্রামসহ পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্থ লোকজনদের পাশাপাশি অনেকেই আনন্দিত হয়েছেন।

আরো সংবাদ