AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে আয়াজ উল্ল্যা স্মৃতি প্রাথমিক বৃত্তি ট্রাস্টের ৯ম মেধা বৃত্তি বিতরন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৬ - ২০১৫ | ৯: ৪৭ অপরাহ্ণ

Jagannathpur Pic 06-12- 2015

মো: আব্দুল হাই :: উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যের ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্টিত হাজী আয়াজ উল্ল্যা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ট্রাস্টের ৯ম মেধাবৃত্তি বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃত্তি বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রবীন নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক আহমদ ট্রাস্টের বৃত্তির ব্যবস্থার ভূয়শী প্রশংসা করে বলেন ম্যাজিস্ট্রেট সুয়েব তালুকদার বৃত্তি ট্রাস্ট চালু করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করছেন। তিনি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বলেন লেখাপড়া করে মানুষ হতে হবে। মানুষ হতে পারলেই সমাজ আলোকিত হবে। তিনি আওয়ামীলীগ সরকারের শিক্ষা উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে আমাদের সকলকে প্রয়াস চালাতে হবে। তিনি সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দেন। বৃত্তি ট্রাস্ট ও সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্টাতা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার তার বক্তব্যে কোমলমতি শিশুদের ইংরেজী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার্জনে মনোযোগি করে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি নারী শিক্ষার উন্নয়নে জগন্নাথপুর মহিলা কলেজ স্থাপনের উদ্যোগের আশ্বাস দিয়ে বলেন এ ক্ষেত্রে সমাজের সকল শ্রেনী পেশার লোকজনদের সহযোগিতার আহবান জানান। হবিবপুর গ্রামের প্রবীন মুরব্বী মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বৃত্তি ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল হাই’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুল হাকিম, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টী শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, প্রবীন ফুটবলার মাহমদ আলী, প্রবীন সাংবাদিক কবি ও সাহিত্যক নাট্য অভিনেতা দিলদার হোসেন দিলু, লিগ্যাল এডভাইজার শিক্ষানুরাগী নুরুল ইসলাম, হাছান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, তরুন সমাজকর্মী দেলোয়ার হোসেন প্রমূখ। মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু, আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত যুক্তরাজ্যের বিখ্যাত সেফ হবিবপুর গ্রামের বাসিন্দা মাফিজ আলী, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য আছকন আলী, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য ছাদেকুর রহমান ছাদেক, সাবেক পৌর কাউন্সিলর তাজুল ইসলাম সাচ্চা, জাতীয় পার্টি নেতা শিক্ষানুরাগী দিলু মিয়া, হবিবপুর গ্রামের মুরব্বী ব্যবসায়ী শফিক আলী, মো: আব্দুল আজিজ, সমাজকর্মী গোলাম রব্বানী, আলকাব আলী, চুনু মিয়া প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম। পরে ২০১৪ সালে অনুষ্টিত ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকৃত প্রাথমিক ও কিন্ডার গার্টেন স্কুলসহ ১৭টি প্রতিষ্টানের ৩৪জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরন করেন প্রধান অতিথি সিদ্দিক আহমদসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, হাজী আয়াজ উল্ল্যা স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ট্রাস্টের ১০ম মেধাবৃত্তি পরীক্ষা শনিবার সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্টিত হয়। এতে পৌরসভার ১৭টি শিক্ষা প্রতিষ্টানের ৫ম শ্রেনীর ৯৩জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক আব্দুল হাই।

আরো সংবাদ