AM-ACCOUNTANCY-SERVICES-BBB

হটাৎ রাতে ঝড় বৃষ্টি বিশ্বনাথে আমন ধানের ক্ষতি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৪ - ২০১৫ | ৭: ৪৭ অপরাহ্ণ

rain2

তজম্মুল আলী রাজু :: বিশ্বনাথে বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি হয়েছে। হঠাৎ রাত সাড়ে ১২ টায় আসা ঝড় বৃষ্টিতে বাড়ির আগ্নিনায় রাখা আমন ভিজে গেছে। এতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ঘন্টা ব্যাপী চলে স্থায়ী এ ঝড় বৃষ্টি। আকাশের ডাকে মধ্য রাতে ঘুম থেকে জেগে উঠে শিশুরা। ভয়ে অনেক শিশু কাঁদতে থাকে।
খোঁজ নিয়ে জানাগেছে, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জায়গায় অগ্রহায়ন মাসে ঝড়, বৃষ্টি হয়েছে। অনেক কৃষক বাড়ির আগ্নিনায় রাখা আমন ধান বতস ঘরের বারিন্দায় উঠিয়ে রেখেছেন। অনেকে আবার ধান তুলতে পারেননি।
এ ব্যাপারে পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. লেবু মিয়া বলেন, যা বয়স হয়েছে এর মধ্যে কোনদিন অগ্রহায়ন মাসে ঝড় বৃষ্টি হতে দেখিনি। তিনি বলেন, কোনদিন কল্পনাও করেননি অগ্রহায়ন মাসে ঝড়, বৃষ্টি হবে।
গোয়াহরি গ্রামের কয়েছ হোসেন জাহাঙ্গীর বলেন, মূষলধারে বৃষ্টির কিছু সময় পরে শিলাবৃষ্টিও হয়েছে। হটাৎ বৃষ্টিতে আমন ধান ভিজে গেছে।
আবুল মিয়া বলেন, বৃষ্টি হওয়ায় বিশেষ করে সবজির ব্যাপক লাভ হয়েছে। তিনি বলেন, এই বৃষ্টি কার্তিক মাসে হলে আমন ধানের ব্যাপক লাভ হত।
উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, উপজেলার কোন জায়গায় তেমন কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আরো সংবাদ