AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে ইউপি সদস্যা কর্তৃক মিথ্যা অপপ্রচারের সু-বিচার চেয়ে ইউএনওর কাছে চেয়ারম্যানের অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৫ - ২০১৫ | ১১: ০৭ অপরাহ্ণ

download1-240x125

জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মহিলা সদস্যা রিতা রানী দে কর্তৃক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সু-বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান। বুধবার চেয়ারম্যান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর সকাল ১১টায় মহিলা সদস্যা রিতা রানী দে ইউনিয়ন অফিসে উপস্থিত হন। এসময় উন্নয়নমূলক কাজের বিল কপিতে স্বাক্ষর করার জন্য ইউপি সচিব শামছুল আলম বিল কপির ফাইল নিয়ে মহিলা সদস্যা রিতা রানী দের কাছে যান। এসময় ঐ মহিলা সদস্যা বিল কপিতে স্বাক্ষর করতে সচিব শামছুল আলমের কাছে ১৫হাজার টাকা দাবী করেন অন্যতায় বিল কপিতে স্বাক্ষর দিতে অপারগতা জানান। বিষয়টি ইউপি সচিব চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানকে জানান মহিলা সদস্যা টাকা ছাড়া বিল কপিতে স্বাক্ষর করবেন না। এমন অভিযোগ শুনে চেয়ারম্যান মহিলা সদস্যাকে তার কক্ষে ডেকে আনেন। এসময় চেয়ারম্যানের কক্ষে ইউপি সদস্য ছোবা মিয়া, ইউপি সদস্য হবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল লতিফ, ইউপি সদস্য হাবিবুর রহমান ও এনজিও প্রতিনিধি আবু ছালেক খোকন উপস্থিত ছিলেন। বিল কপিতে কি কারনে স্বাক্ষর করবেন না জানতে ছেয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মহিলা সদস্যা রিতা রানীর কাছে জানতে চান। এসময় রিতা রানী চেয়ারম্যানকে জানান ১৫ হাজার টাকা না পাওয়া পর্যন্ত বিল কপিতে স্বাক্ষর দেবনা একথা বলেই মহিলা সদস্যা চেয়ারম্যানের কক্ষ ত্যাগ করে চলে যান। ইউএনও বরাবরে দায়েরকৃত অভিযোগপত্রে চেয়ারম্যার আরো উল্লেখ করেন ঐ দিন মহিলা সদস্যার সাথে বিল কপিতে স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। মহিলা সদস্যা সচিব শামছুল ইসলামের কাছে তার দাবীকৃত টাকা চাওয়ার ঘটনা ধামা চাপা দিতে সম্পূর্ন উদ্দেশ্যেমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মান ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ঘটনাটির সুষ্টু তদন্ত স্বাপেক্ষে মহিলা সদস্যা রিতা রানী দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ।

আরো সংবাদ