AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের সংর্ঘষ : আহত ৫, মিছিল-ফটকা বিস্ফোরণ: আতংক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২১ - ২০১৫ | ৫: ৩৪ অপরাহ্ণ

Photo-21.11.15

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তন ৫জন আহত হয়েছেন। শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ছাত্রলীগ নেতা মুজিব মিয়া, খালেদ আহমদ, শামিম মিয়া। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। তবে ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারা দাবি করেন এঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা জড়িত নয়। কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
কলেজ ছাত্রলীগের নেতারা দাবি করেন ছাত্রদল নেতা রাজন, আবদুর রবের নেতৃত্বে ছাত্রলীগ নেতাদের ওপর হামলা চালানো হয়। এতে ছাত্রলীগের কয়েকজন আহত হন।
এদিকে, ছাত্রদলের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় উপজেলা সদরে ছাত্রলীগ দেশীয়-অস্ত্র-সস্ত্র নিয়ে উপজেলা শহরে মিছিল বের করে। এসময় কয়েকটি ফটকার বিস্ফোরণ ঘটে। এতে উপজেলা শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক জড়িয়ে পড়ে।
এব্যাপারে কলেজ ছাত্রদল নেতা আবদুর রব বলেন, ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগে কোনো সংর্ঘষ হয়নি। ছাত্রলীগের নেতাদের মধ্যে সংর্ঘষ হয়েছে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল বলেন, ছাত্রদল নেতাদের হামলায় ছাত্রলীগের কয়েকজন আহত হয়। এরই প্রতিবাদে ছাত্রলীগ মিছিল বের করে। আমাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বিষয়টি সঠিক নয়।
বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক সংর্ঘষের সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে তাদের মধ্যে সংর্ঘষ হয়েছে তা আমার জানা নেই।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ