জগন্নাথপুর অফিস :: উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে জোড়া খুনের ঘটনায় গতকাল শুক্রবার থেকে ঐ গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের পুলিশ সুপার মো: হারুনুর রশীদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার স্বার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন এলাকাবাসীকে। পুলিশ সুপারের নির্দেশে একজন উপসহকারী পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৭সদস্যের একদল পুলিশ জয়নগর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পে অবস্থান করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাজ করবে। পুলিশ সুপার পরিদর্শনকালে খুনের ঘটনায় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ শেষে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মো: মাইনুল জাকিরকে নির্দেশ দেন।
প্রসঙ্গত:-গত ১১ নভেম্বর জয়নগর গ্রামে মালিকানাধীন জলমহালের ঘাটিয়া বিল ঐ এলাকার দবির উদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক জোর পূর্বক দখলে নেয়ার প্রস্তুতিকালে বিলের মালিকগন বাধা দিলে এনিয়ে দবির উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একই গ্রামের আব্দুল জলিলের পক্ষের লোকজনদের উপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম ও মিজানুর রহমান নামে ২জন নিহত হয়। এবং অন্যান্য আহতদের মধ্যে আব্দুল সালাম ও সাইফুল ইসলাম নামে ২ব্যক্তির চোখে আঘাতপ্রাপ্ত হলে দুজনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্ধ হয়ে যান। অন্যন্য আহতরা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।