নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ থানা পুলিশ ভারতী দেড় লাখ নাসির বিড়িসহ দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার রামপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃরতরা হলেন-বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ (মাঝগাঁও) গ্রামের মৃত আবুল কালামের ছেলে অটোরিকশা চালক জয়নাল হোসেন (২৯) একই গ্রামের ইলিয়াস আলীর ছেলে মিছবাহ (২০)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই মনিরনুর রহমান, কল্লোল গোস্বামী, দ্বীপন চন্দ্র সরকার, পিএসআই চন্দ্রন কুমার পাল, রাজিবুর রহমান, রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা গাড়িসহ (সিলেট-থ-১১-৮৪৮৫) দেড় লাখ নাসির বিড়িসহ দুইজন আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, নাসির বিড়িসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।