জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রাম থেকে ষাট বছর বয়স্কা জবিরুন বেগম নামের এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নিহত জবিরুন বেগমের ঐয়ারকোনা গ্রামের নিজ বাড়ির বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, ঐয়ারকোনা গ্রামের মৃত শহিদ উল্ল্যার স্ত্রী জবিরুন বেগম মঙ্গলবার বেলা ২টায় নিজ বসত ঘরে নিজেই ধারালো দা দিয়ে গলা কেঁেট আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের আড়ালে মর্মান্তিক আত্মহত্যার ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি কারনে বৃদ্ধা মহিলা জবিরুন বেগম গলা কেঁটে আত্মহত্যা করেছেন পরিবারের সদস্যরা জানেন না। এদিকে প্রায় ১১বছর পূর্বে নিহত জবিরুন বেগমের স্বামী শহিদুল্লা বিষ পান করে আত্মহত্যা করেন। আর ১১বছর পর গলা কেঁটে আত্মহত্যা করেছেন জবিরুন বেগম। মর্মান্তিক ও চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনাটির রহস্য নিয়ে ধু¤্রজালে পড়েছেন এলাকাবাসী।