AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গভীর রাতে রাজনের মামার রেস্টুরেন্টে হামলা, লুট

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৭ - ২০১৫ | ৩: ০২ অপরাহ্ণ

DSC 0178

DSC_0178নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নির্মমভাবে খুন শিশু সামিউল আলম রাজনের মামার ‘তকদির রেস্টুরেন্টে’ হামলা চালিয়েছে চাঁদাবাজরা। সিলেট মহানগরীর বাগবাড়িস্থ ওই রেস্টুরেন্টে ভাঙচুর ছাড়াও ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে নিয়ে যায় তারা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজনের মামা ওমর ফারুক জানান, গতকাল সোমবার সন্ধ্যায় তার রেস্টুরেন্টের সামনের ফুটপাতে এক কাপড় বিক্রেতার কাছে চাঁদা দাবি করে স্থানীয় চাঁদাবাজ বলে পরিচিত আজাদ মিয়া (২৪) ও কালা রমজান (২৮)। চাঁদা দাবি নিয়ে ওই কাপড় বিক্রেতার সাথে চাঁদাবাজদের বাকবিতন্ডা শুরু হয়।

এসময় তিনি (রাজনের মামা) তার রেস্টুরেন্টের সামনে গন্ডগোল করতে নিষেধ করেন। এতে আজাদ ও কালা রমজান কিছু না বলে চলে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে তারা তাদের আরো কয়েকজন সহযোগি নিয়ে এসে রেস্টুরেন্টে হামলা চালায়।

ওমর ফারুক জানান, চাঁদাবাজরা রেস্টুরেন্টে ভাঙচুর ছাড়াও ক্যাশ লুট করে নিয়ে গেছে।

এদিকে রাজনের মামার রেস্টুরেন্টে হামলার খবর পেয়ে নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতোয়ালি থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না।

আরো সংবাদ