বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : অসহায়, দ্ররিদ্র ৩০ পরিবার কে সেলাই প্রশিক্ষণ দিবে বিশ্বনাথ এইড ইউকে। আত্বনির্ভরশীল করতে এ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠনটি। প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এ সেলাই প্রশিক্ষণ তিন মাস ব্যাপী চলবে। শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভায় এ মহতি উদ্যোগের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিজান। সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সখ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্চন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. নূরউদ্দিন, মো. জামাল মিয়া, আবুল কাশেম।