‘মন্ত্রী সংশোধন না হলে মন্ত্রিসভা সংশোধন করা হোক’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

213-copy-300x177‘মন্ত্রী হওয়ার পর থেকে একের পর কথা ও আচরণ দিয়ে সমালোচিত হচ্ছে গোটা মন্ত্রিসভা। স্কুল শিক্ষার্থীদের অনুষ্ঠানে মঞ্চে বসে সিগারেট খেয়ে আবার দুঃখ প্রকাশ করেছেন। এবারও সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালমন্দ করে আবার দুঃখ প্রকাশ করেছেন। এ অবস্থায় তাঁর মুখ সেলাই করে বিদায় চাই। মন্ত্রী সংশোধন না হলে মন্ত্রিসভা সংশোধন করে হলেও তাঁর বিদায় চাই।’ গত ৯ আগষ্ট সিলেটে আদিবাসী দিবসে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে সিলেটের নাগরিক সংগঠন ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ মানববন্ধন করে সরকারের প্রতি এ আহবান জানায়।

সোমবার বিকেলে সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। সমাজকল্যাণমন্ত্রীর কান্ড-কারখানায় এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনসহ ব্যঙ্গচিত্র মানববন্ধনে একসঙ্গে প্রকাশ করা হয়। ‘মন্ত্রী সংশোধন না হলে মন্ত্রিসভা সংশোধন করা হোক’ ব্যানারে মানববন্ধনে একাত্ম হন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দরা।

সংক্ষুবদ্ধ নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক সংগঠনের পক্ষে মহসিন হোসেন, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ এর সমন্বয়ক আশরাফুজ্জামান, গণমাধ্যম কর্মী দেবাশীষ দেবু, গুলজার আহমদ, সেলিম আহমাদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান, ‘হাওরপারের ধামাইল’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বিমান তালুকদার, মুক্ত চিন্তার সংগঠন ‘নিনাই’ সভাপতি তায়েফ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন ২০০৪ সালে সিলেটে একের পর এক জঙ্গিদের গ্রেনেড হামলার প্রেক্ষাপটে গঠিত হয়। ওই বছরের মে মাসে সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে গ্রেনেড হামলার ঘটনায় প্রথম জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে আত্ম প্রকাশ করে সংগঠনটি। এরপর জাতীয় ও স্থানীয়ভাবে নিন্দিত ঘটনার পরিপ্রেক্ষিতে ধারবাহিকভাবে মানববন্ধন কর্মসূচি করে নাগরিকদের দাবি-দাওয়া প্রতিষ্ঠায় সাংগঠনিক তৎপরতা চালায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪