বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দলিল লেখক ‘আবদুল মুনিম’ স্মরণে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে রবিবার বিকেল ৬টায় উপজেলা সদরের দলিল লেখক সমিতির কার্যালয়ে শোকসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ আলীর পরিচালনায় শোকসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সাব-রেজিস্টার আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান, বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, সদস্য নিয়াজ আলী, কলমদর আলী, মুহিবুর রহমান। মোনাজাত করেন মৌলানা আশফাক উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক শংকর ধর, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, সদস্য রসময় দে ধৈয্য, বশির উদ্দিন, মধু মিয়া, আবদুল খালিক, আছকির আলী, শাখাওয়াত হোসেন, বদন নূর, শামীম আহমদ, ফারুক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আবদুল মুনিম সুন্দর মনের অধিকারী একজন পরিছন্ন মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ ও বিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে সমাজে যে ক্ষতিসাধিত হয়েছে তা সহযে পূরন হবে না। সমাজের উয়ন্নয়ে আবদুল মুনিমের মতো মানুষের প্রয়োজন রয়েছে।